নারায়ণগঞ্জে আজমীরী ওসমানের বাসা থেকে গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার বাচ্চু নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে এ সময় আজমেরী ওসমান পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন রুপু (৩২) ও গলাচিপার ডিএন রোডের মোখলেসুর রহমান (৩৫)।
বৃহস্পতিবার দিনগত রাতে ১২টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ফতুল্লা মডেল থানা ও সদর মডেল থানার একাধিক টিম নগরীর আল্লামা ইকবাল রোডের আজমেরী ওসমানের বাসা ও অফিস দেওয়ান মঞ্জিলে এ অভিযান পরিচালনা করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা দাবিকে কেন্দ্র করে আমলা পাড়ায় ওই ব্যক্তিকে মারধর করে আজমেরী ওসমানের লোকজন। এছাড়া তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। সন্ধ্যায় আজমেরী ওসমান আর তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বাচ্চু। যার সত্যতা পাওয়ায় রাতেই আজমেরী ওসমানকে ধরতে অভিযানে নামে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন আরটিভি অনলাইনকে জানান, চাঁদার দাবিতে আমলাপাড়ার বাসিন্দা বাচ্চুর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় আজমেরী ওসমানের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
জেবি
মন্তব্য করুন