চট্টগ্রাম ওয়াসার খোঁড়াখুঁড়ি চলছে, জনদুর্ভোগ বাড়ছে (ভিডিও)
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানির পাইপ বসাতে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে যানজট আর ধুলোবালিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, কোনও রোডম্যাপ ছাড়াই কার্যক্রম চালাচ্ছে ওয়াসা। প্রতিষ্ঠানটি নগরবাসীর জন্য জনদুর্ভোগের অন্যতম একটি সংস্থা হিসেবে আবির্ভূত হয়েছে বলেও মত তাদের।
চট্টগ্রাম নগরীর জামালখান মোড় থেকে গণি বেকারি যাওয়ার রাস্তা খোঁড়ার কারণে বেশ কয়েকদিন ধরে সড়কটি বন্ধ রেখেছে ওয়াসা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ রাস্তা দিয়ে চলাচলকারীরা। শুধু এ সড়কটিই নয়, নতুন পাইপ লাইন স্থাপন ও পুরনো পাইপ সংস্কারের কারণে নগরীর নন্দনকানের বৌদ্ধমন্দির সড়ক, জামালখানের মোমিন রোড, ২ নম্বর গেইট এলাকায় উড়াল সড়কের নিচসহ বেশ কয়েকটি সড়কেরও বেহাল দশা।
ওয়াসার কাজের মান ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদরা।
তবে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলছেন, প্রকল্পগুলোর কাজ শেষ হলে নগরীতে আর পানির সংকট থাকবে না।
বন্দর নগরীর পানি সংকট নিরসনে চট্টগ্রাম ওয়াসার তিনটি প্রকল্পের কাজ চলমান রয়েছে, যা শেষ হবে ২০২১ সালে।
জিএ/এসএস
মন্তব্য করুন