• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

গাজীপুর মহানগরে হোল্ডিং ট্যাক্স বেড়েছে ছয়শ গুন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৬

গাজীপুর মহানগর এলাকায় পোশাক কারখানাগুলোর হোল্ডিং ট্যাক্স এক লাফে বেড়েছে দুইশ থেকে ছয়শ গুন পর্যন্ত। বর্ধিত ট্যাক্স যেসব কারখানা পরিশোধ করছে না, তাদের ট্রেড লাইসেন্স আটকে দেয়া হচ্ছে।

কোনো কারণ ছাড়া হঠাৎ সিটি করপোরেশনের ট্যাক্স বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবসায়ীরা। নগর কর্তৃপক্ষ জানায়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আপিলের সুযোগ আছে।

গাজীপুরের মহানগর এলাকায় জে কে গ্রুপের তিনটি পোশাক কারখানা গত বছর হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে ১০ লাখ টাকা। গত এক বছরে এ এলাকায় কোনোরকম পৌর সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়নি। তবে, কারখানাগুলোর হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে ছয় গুণ অর্থাৎ ঐ তিনটি কারখানার জন্য ট্যাক্স দিতে হবে ৪৯ লাখ ৫৬ হাজার টাকা।

গাজীপুর মহানগর এলাকার পোশাক কারখানাগুলোর ওপর এমন অযৌক্তিক ট্যাক্স নির্ধারণ নিয়ে উদ্বেগ জানান উদ্যোক্তারা।

বর্ধিত হোল্ডিং ট্যাক্স কমানো না হলে, পোশাক খাত পিছিয়ে যাবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

গাজীপুর সিটি করপোরেশন এর সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি ও লাইসেন্স বাতিল নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে।

হোল্ডিং ট্যাক্স নীতি দ্রুত সংশোধনের পাশাপাশি পোশাক খাতের স্বার্থে গাজীপুরে মহানগর এলাকার অবকাঠামো উন্নয়নের দাবি শিল্প উদ্যোক্তাদের।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুর মহানগর যুবলীগের ৬ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা