• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আগুনে প্রায় এক হাজার ইভিএম পুড়ে গেছে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪০

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেছেন, রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচন কমিশন ভবনে প্রায় এক হাজার ইভিএম পুড়ে গেছে।

নির্বাচন কমিশন ভবনের নিচতলায় গতকাল রাতে অগ্নিকাণ্ডে পোড়া অংশ পরিদর্শন শেষে সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মোখলেছুর রহমান আরও বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হকে পারে। তবে এতে রংপুর উপনির্বাচনে কোনো প্রভাব পরবে না।

অপরদিকে আগুনে জাতীয় পরিচয়পত্র সার্ভারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভবনের নিচতলায় রিসিপশন, মিডিয়া সেন্টার, নিরাপত্তা কর্মকর্তার অফিস। এছাড়া নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের গুদাম ও গাড়ির গ্যারেজ রয়েছে। কিভাবে আগুন লেগেছে তা তারাও বলতে পারেননি।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে আগুনে পুড়ল ৪ দোকান
নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ১১ দোকান
পান্থপথে বহুতল ভবনে আগুন
বইমেলায় ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আগুনজনম’