• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ব্লেড দিয়ে স্তন কেটে নেয়া নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রশাসন

নেত্রকোনা প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৮
ব্লেড দিয়ে স্তন কেটে নেয়া নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রশাসন
আহত নারী

নেত্রকোনার খালিয়াজুরিতে ক্যানসার ছড়িয়ে পড়ার ভয় দেখিয়ে ভূয়া চিকিৎসক ব্লেড দিয়ে স্তন কেটে নেয়া শেফালি বেগমের (৪২) চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।

আজ রোববার বিকেল পৌনে ছয়টার দিকে খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে খালিয়াজুরী উপজেলা প্রশাসন চিকিৎসার ব্যায়ভার বহন করবে।

শেফালির সঙ্গে তার ছোট এক মেয়ে রয়েছে। এছাড়া হাসপাতালে সার্বক্ষণিকভাবে থাকার জন্য একজন গ্রাম পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মসহায়ককে রাখার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিকেলে হাসপাতালে শেফালিকে দেথে এসেছি। তার চিকিৎসা চলছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছি।

এর আগে ইউএনও আরিফুল ইসলাম শনিবার আহত শেফালিকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

পুলিশ জানিয়েছে, খালিয়াজুরির পাঁচহাট গ্রামের মৃত সাদ্দাম মিয়ার স্ত্রী শেফালি বেগমকে গত ৭ এপ্রিল ক্যানসারের ভয় দেখিয়ে মানিক তালুকদার (৩৮) নামে এক ভুয়া চিকিৎসক তার বাম স্তন ব্লেড দিয়ে কেটে ফেলে।

এ ঘটনায় সোমবার রাতে পাঁচহাট বাজারের ইকবাল হোমিও ফার্মেসি থেকে মানিককে গ্রেপ্তার করে পুলিশ।

এবিষয়ে জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে আমরা শেফালির চিকিৎসায় প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটিতে বাড়িতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা
দুদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
নেত্রকোণায় পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেন গ্রেপ্তার
মেয়েকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মায়ের