পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেপ্তার
ভোলায় পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মাকসুদকে মঙ্গলবার সকালে ফের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাওসার।
সোমবার বিকালে গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিয়ে আসার পথে বৃষ্টির মধ্যে সে পালিয়ে যায়। মেঘনা নদীতে জালপাতাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গতকাল সোমবার নিহত হয়েছেন আবুল বাশার নামের এক ব্যক্তি। ওই মামলার প্রধান আসামি মো. মাকসুদ। এ মামলায় মাকসুদের বাবা তোফায়েল হোসেনও আসামি। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আটজনকে আসামি করে ভোলা থানায় মামলা হয়েছে। নিহত আবুল বাশার ভোলার সদর রাজাপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির হোসেন মিয়া আরটিভি অনলাইনকে জানান, রাজাপুর ও ইলিশা সীমনায় মেঘনা নদীতে গেল শনিবার রাত সাড়ে ১২টায় জালপাতা নিয়ে মাকসুদ ও বাশার মাঝি গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে নৌকার বৈঠার আঘাতে বাশার মাঝি আহত হন।
জেবি
মন্তব্য করুন