ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘাটের জন্য দুই হাতের কবজি হারালেন যুবক

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ , ০৭:৩৫ পিএম


loading/img

ঘাট নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবকের দুই হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে উপজেলার নয়লাভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত যুবকের নাম রুবেল হোসেন (৩০)। তিনি নয়লাভাঙা গ্রামের খোদা বক্সের ছেলে।

বিজ্ঞাপন

গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

রুবেল হোসেন বলেন, উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মার ফেরিঘাট নিয়ে দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের সঙ্গে তার বিরোধ ছিল। এরই জেরে বৃহস্পতিবার চেয়ারম্যানের লোকজন তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে তার দুই হাতের কবজি কেটে ফেলে রেখে যায়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বিএনপি নেতা দুদুর গ্রামের বাড়িতে হামলা
---------------------------------------------------------------

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন একই ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলাম। তিনি বলেন, অনেক দিন আগে থেকেই ওই ঘাট নিয়ে দু‘পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়েই রুবেল হোসেনকে তুলে নিয়ে হাত কেটে নেয়া হয়েছে বলে শুনেছি।

এ বিষয়ে জানতে চাইলে কয়েক দফা চেষ্টা করেও চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। 

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |