• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

২০ টাকার লোভে গুনতে হলো বিশ হাজার

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭
জরিমানা, ফার্মেসি, হাজার
ছবি: সংগৃহীত

নির্ধারিত মূল্যের চেয়ে একটি মলমের দাম ২০ টাকা বেশি নেওয়ায় নগরের ওআর নিজাম রোড কিউপিএস ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মিস ব্রান্ড ও অনুমোদিত ওষুধ জব্দ করা হয়।

গতকাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান।

তিনি বলেন, সম্প্রতি একজন ক্রেতা কিউপিএস ফার্মেসি থেকে জিটিএন বা গ্লিসারিন ট্রাই নাইট্রেট নামে একটি মলম ক্রয় করেন, যার নির্ধারিত দাম ৭০ টাকা। কিন্তু দোকানদার মলমটির দাম রাখেন ৯০ টাকা। ওই ক্রেতা ক্রয়ের রশিদসহ লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে অভিযানে গেলে দোকানি অতিরিক্ত দাম আদায়ের কথা স্বীকার করেন। এরপর তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ সময় কিউপিএস ফার্মেসি থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যে অনুমোদিত, মিস ব্রান্ডের ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, অভিযানে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ ওষুধ ধ্বংস করা হয়। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন: দেয়ালের রঙে মুরগির গ্রিল

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ‘প্রথম’ টেস্ট জয়ের ২০ বছর
গাজায় একদিনে নিহত আরও ৭০ ফিলিস্তিনি, প্রাণহানি ছাড়াল ৪৬ হাজার
চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীজুড়ে ২ হাজার ২০৬ মামলা