• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সিএনজি-লেগুনার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

টেকনাফ প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫১
সিএনজি, মা, ছেলে

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে সিএনজি ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামীও।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মারিশবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার জাকির আহমদের স্ত্রী সমজিদা (৩৫) ও তার এক বছরের ছেলে শোহাইব। আহত জাকির আহমেদকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেল বুধবার সকালে অসুস্থ শিশু শোয়াইবকে নিয়ে কক্সবাজারে চিকিৎসার জন্য গিয়েছিলেন জাকির আহমদ ও তার স্ত্রী সমজিদা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় করে টেকনাফে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অটোরিকশাটি মারিশবনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী ও তাদের এক বছরের ছেলে গুরুতর আহত হন। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জাকির আহমদের স্ত্রী সমজিদা ও তার ছেলে শোহাইবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ২০ টাকার লোভে গুনতে হলো বিশ হাজার
---------------------------------------------------------------

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শংকর দেবনাথ মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে বলে জানা গেছে।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসুন সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাই: জামায়াত সেক্রেটারি
এ আর রহমানকে নিয়ে সনু নিগমের বিস্ফোরক মন্তব্য
১০ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
তামাকপণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে বিএনটিটিপির স্বাগত