• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪১
বাস, দুর্ঘটনা, কলেজছাত্রী

রংপুরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া একটি বাসের চাপায় সরকারি রোকেয়া কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন।

নিহত কলেজছাত্রীর নাম ইতি আক্তার। তিনি নগরীর মীরগঞ্জ এলাকার দুলাল মিয়ার মেয়ে এবং ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

পরে দমদমা ব্রিজের কাছে যাত্রীসহ বাস ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে নগরীর তাজহাট থানা পুলিশ বাসটি আটক করে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
অনাগত সন্তানকে দেখার আগেই অগ্নিদগ্ধ হয়ে মিশর প্রবাসীর মৃত্যু
পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, আহত ১০