• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ আটক ৩

রাজবাড়ী প্রতিনিধি

  ১৫ অক্টোবর ২০১৯, ২২:৫৪
গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ আটক ৩
গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ আটক ৩

র‌্যাবের হাতে আটক হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলসহ তিনজন। আটককৃতদের ফরিদপুর র‌্যাব-৮ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) গোয়ালন্দের দেগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আবু ডাক্তারের জানাজা শেষে র‌্যাব সদস্যরা নজরুল ইসলাম মণ্ডলকে আটক করে নিয়ে যায়।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর হাসান জানিয়েছেন, আবু ডাক্তার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তারা নজরুল ইসলাম মণ্ডলসহ ৩ জনকে আটক করেছেন।

দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান জানান, গেল সোমবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম স্যাটালাইট স্কুল প্রাঙ্গণে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী এবং বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ১১ জন আহত হয়। আহতদের মধ্যে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোবারক মোল্লার ছেলে রেজাউল করিম মোল্লা ওরফে আবু ডাক্তার নিহত হন।

আজ মঙ্গলবার দুপুরে দেবগ্রামের কুমড়াকান্দিতে নিহত আবু ডাক্তারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজা অনুষ্ঠানে জেলার গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলও অংশ গ্রহণ করেন।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়