• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

৯ দিন পর আঁখির গলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম, আরটিভি অনলাইন

  ১৬ অক্টোবর ২০১৯, ১২:০৫
পানি, মৃত্যু, স্কুলছাত্রী
ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গেল ৯ দিন আগে ঘটে যাওয়া তিস্তা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ জান্নাতুল আঁখি নামের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় নৌকাডুবির স্থান থেকে একটু দূরে তার লাশ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট বাজার সংলগ্ন খিতাবখাঁ গ্রামের জাহেদুল হকের বড় মেয়ে জান্নাতুল আঁখি। সে খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গেল ছয় অক্টোবর সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রীসহ একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সকল যাত্রী সাঁতরিয়ে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও নদীর তীব্র স্রোতের কারণে আঁখি নিখোঁজ হয়। পরে ৯দিন পর তার লাশ নদীতে ভেসে ওঠে।

ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার জানান, নৌকাডুবির ৯ দিন পর মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দক্ষিণে ভাটির দিকে শিশু আঁখির লাশ ভেসে উঠে।স্থানীয়রা লাশ দেখে জান্নাতুলের পরিবারের সদস্যদের খবর দিলে তারা গিয়ে লাশ শনাক্ত করে।

এ ব্যাপারে রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা
হিলিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
নোয়াখালীতে বাস চাপায় শ্রমিকের মৃত্যু
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি