বুয়েটে নির্যাতন ও র্যাগিং বন্ধে প্রশাসনের শক্ত অবস্থান চান শিক্ষার্থীরা
গণশপথের মধ্য দিয়ে শেষ হয়েছে বুয়েটের মাঠ পর্যায়ের আন্দোলন। তবে বিশ্ববিদ্যালয়ে নির্যাতন ও র্যাগিং বন্ধে প্রশাসনকে শক্ত অবস্থান নেয়ারও দাবি জানান শিক্ষার্থীরা।
প্রশাসনের তৎপরতায় ‘সদিচ্ছা’ দেখে মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টানার কথা জানালেও আবরারের খুনিরা বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
একইসঙ্গে মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। এছাড়া অবরারের হত্যাকারীদের বিচারের দাবিতে স্বোচ্চার থাকার কথাও বলেন তারা।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর থেকে ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে এরইমধ্যে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে বুয়েট প্রশাসন।
পি
মন্তব্য করুন