• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদাবাজি বন্ধ হওয়ায় অটোরিকশা শ্রমিকদের আনন্দ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৭ অক্টোবর ২০১৯, ১৭:৪১
মিছিল আনন্দ শ্রমিক
মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হওয়ায় শ্রমিকদের আনন্দ মিছিল

লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ ও আঞ্চলিক মহাসড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধ করায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে রায়পুর পৌর শহরে শতাধিক সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা এ মিছিল করে।

মিছিলটি জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এদিকে গেল ১৩ অক্টোবর জেলা ও ১৪ অক্টোবর রায়পুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ ও আঞ্চলিক মহাসড়কের অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধের বিষয়টি উপস্থাপন হয়।

এ সময় কর্মকর্তারা লক্ষ্মীপুরে পরিবহন চাঁদাবাজি চলবে না বলে আবারও কঠোর হুঁশিয়ারি দেন।

সিএনজি মালিক ও শ্রমিকরা জানায়, লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে প্রতিদিন কয়েক হাজার বাস, মিনিবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা চলাচল করে। মালিক ও শ্রমিক সমিতির ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা চাঁদা উত্তোলন করে। দৈনিক হাজিরা হিসেবে লোক নিয়োগ করে ৩০ টাকা থেকে শুরু করে ইচ্ছেমতো চাঁদা আদায় করা হয় পরিবহনগুলো থেকে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুতার আঠা খেয়ে শ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি করতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ
‘বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথকে ‘হিরো’ বানাতে গিয়ে অন্যদের অস্বীকার করা হয়েছে’
জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ