• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সেই ভারতীয় জেলেকে কারাগারে পাঠানো হয়েছে (ভিডিও)

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ অক্টোবর ২০১৯, ১৫:১৩

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে ভারতীয় জেলে প্রণব মণ্ডলের নামে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, অবৈধ অনুপ্রবেশ করে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে বিজিবির চারঘাট বিওপির হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে চারঘাট থানায় মামলাটি দায়ের করেছেন। এ মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত
---------------------------------------------------------------

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে চারঘাটের পদ্মানদী ও বড়াল নদীর মোহনায় বাংলাদেশের অন্তত ৫০০মিটার ভেতরে প্রবেশ করে মা ইলিশ শিকার করছিল তিন ভারতীয় জেলে। পরে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফের চার জওয়ান। এ সময় বিজিবি বাধা দিলে তারা গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলি চালায়। পরে বিএসএফের এক জওয়ান নিহত ও একজন আহত হয়েছেন বলে পতাকা বৈঠকে বিজিবির কাছে দাবি করে বিএসএফ।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবানল থেকে প্রাণে বেঁচে যা বললেন নোরা ফাতেহি
চারদিনেও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, প্রাণহানি বেড়ে ১০
সুনামগঞ্জ সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ
লস অ্যাঞ্জেলেসে পুড়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট