• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

৬০ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ অক্টোবর ২০১৯, ১৫:৫৪
ইয়াবা, বিজিবি, ৬০
ফাইল ছবি

ভারত থেকে অবৈধ পথে আনার সময় সাতক্ষীরার লক্ষ্মীদাড়ী সীমান্তে বিজিবি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার বাংলাদেশি মূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ী সীমান্ত থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি কোনও চোরাকারবারীকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধপথে সাতক্ষীরার লক্ষ্মীদাড়ী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে মেইন পিলার-৩ ও সাব পিলার-৩ এ কাছাকাছি এলাকা থেকে একটি শপিং ব্যাগ ভর্তি ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবাগুলোর বাংলাদেশি মূল্য ৬০ লাখ টাকা।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল ৩ যুবক
সীমান্ত থেকে ভারতীয় কাপড়সহ ৪৫ লাখ টাকার পণ্য জব্দ
এডিবির সঙ্গে চুক্তি সম্পন্ন, ৬০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ