কমছে না পেঁয়াজের দাম, সবজির বাজার চড়া (ভিডিও)
কোনোভাবেই কমছে না পেঁয়াজের দাম। রাজধানীর বাজারগুলোতে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আর ভারতের পেঁয়াজ ৮৫ টাকা। সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। যদিও দাম কিছুটা চড়া। এছাড়া সব ধরনের মাছ ও মসলার দামও বেড়েছে।
পেঁয়াজ নিয়ে ভোগান্তি কমছেই না ভোক্তাদের। সরবরাহ বাড়ার পরও বিক্রি হচ্ছে চড়া দামে।
বাতাসে শীতের আমেজ। তাই বাজারে সরবরাহ বাড়ছে শীতকালীন সবজির। ফুলকপি, টমেটো, শিমসহ-প্রায় সব ধরনের সবজিই মিলছে কিছুটা চড়া দামে।
তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। যদিও বিক্রেতারা বলছেন দাম আগের মতোই আছে।
এদিকে, কেজিতে ২০ থেকে ৫০ টাকা করে বেড়েছে- জিরা, দারচিনিসহ অন্যান্য মসলার দাম। মসুর ও মুগ ডাল বিক্রি হচ্ছে পাঁচ টাকা বেশি দরে।
বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের দামেই। পোলাওয়ের চালের দাম কমেছে পাঁচ টাকা। আগের সপ্তাহের বাড়তি দামে খাসি ও ছাগলের মাংস বিক্রি হলেও গরুর মাংস আছে আগের মতো।
তবে ক্রেতাদের জন্য সুখবর হলো ফার্মের মুরগির ডিমের দাম ডজনে কমেছে ১৬ টাকা।
পি
মন্তব্য করুন