মা ইলিশ নিয়ে পালাতে গিয়ে ক্রেতার মৃত্যু (ভিডিও)
ঝালকাঠিতে অভিযানের সময় ইলিশ মাছ কিনে তাড়া খেয়ে পালাতে গিয়ে নালায় পড়ে বাবুল হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) রাতে রাজাপুর উপজেলার বিষখালী নদী তীরের পশ্চিম বড়াইয়া গ্রামের কলাকোপা এলাকায় এ ঘটনা ঘটে।
বাবুল হাওলাদারের বাড়ি উপজেলার বড়ইয়া ইউনিয়নের চর উত্তমপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বিষখালী নদীর তীরে জেলেরা ইলিশ মাছ বিক্রি করছে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালায়। এসময় ইলিশ মাছ কিনে বাড়ি ফেরার পথে অভিযান টের পেয়ে পালাতে গিয়ে নালায় পড়ে বাবুল হাওলাদারের মৃত্যু হয়। পরে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, বাবুলের মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : সহায়তা না পেয়ে ক্ষুব্ধ জেলেরা
---------------------------------------------------------------------
এদিকে আজ শনিবার সকাল থেকে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী বিভিন্ন মেয়াদে সাজা দেন।
এসময় নদী থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় জব্দ করা মাছ ধরার ৯টি নৌকা।
এসএস
মন্তব্য করুন