• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

টেকনাফ প্রতিনিধি

  ১৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৬
টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী-পুরুষ আটক
টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

টেকনাফের সাগর তীর থেকে মালয়েশিয়াগামী ছয়জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে উখিয়া বালুখালী ক্যাম্পের তিনজন, কুতুপালং ক্যাম্পের দুইজন ও উনচিপ্রাং ক্যাম্পের একজন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে দুই জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৬ রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনতা। পরে বিষয়টি টেকনাফ মডেল থানাকে অবহিত করলে এসআই জামসেদ এর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের টেকনাফ থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার এসআই জামসেদ জানান, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর কর হবে।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস ইউএনএইচসিআরের
রাখাইনে রোহিঙ্গাদের সেফ জোন তৈরিতে জার্মানের সমর্থন চায় বাংলাদেশ
মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে উদ্ধার ১৯ রোহিঙ্গা
হানিমুন শেষেই রোহিঙ্গা শিবিরে তাহসান