• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মেয়েকে কুপ্রস্তাব দেয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ অক্টোবর ২০১৯, ১২:৫৮
হত্যা যুবক উত্ত্যক্ত
ফাইল ছবি

শরীয়তপুরে কিশোরীকে উত্ত্যক্ত করায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বড়নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মামুন বেপারী (২২)। তিনি ওই গ্রামের জলিল ব্যাপারীর ছেলে।

এ ঘটনায় সাহেব আলী মাল (৩৮) ও তার ভাই বিল্লাল মালকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বড়নওগাঁ গ্রামের সাহেব আলী মালের মেয়েকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করতো একই গ্রামের জলিল বেপারীর ছেলে মামুন বেপারী। গতকাল সোমবার বিকেলে মেয়েটিকে আবার কুপ্রস্তাব দেয় মামুন। এরপর মেয়েটি বিষয়টি তার বাবাকে জানায়। পরে সাহেব আলী মামুনের বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সাহেব আলী পেটে ছুরিকাঘাত করে আহত করে মামুন বেপারীকে। পরে মামুন আহত অবস্থায় ঘর থেকে দা এনে সাহেব আলী মাল ও তার ভাই বিল্লাল মালকে কুপিয়ে আহত করে। পরে মাটিতে মামুন মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এ ঘটনায় সাহেব আলী ও তার ভাই বিল্লালকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : রাত-বিরাতে ছাত্রী হোস্টেলটিতে ছাত্রলীগের হরহামেশা যাতায়াত
---------------------------------------------------------------------

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা মাহজাবিন জানান, শরীরে ক্ষত অবস্থায় রোগীটিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা করে দেখি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মোবাইল ফোনে আরটিভি অনলাইনকে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক তারকাকে হত্যার হুমকি, আতঙ্কিত বলিউড
জয়কে হত্যাচেষ্টার মামলায় খালাস চেয়ে মাহমুদুর রহমানের আপিলের রায় ১০ ফেব্রুয়ারি
১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন ১৭৮ বিডিআর সদস্য
শনির আখড়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা