নুসরাত হত্যা
রায় শুনে কাঠগড়ায় আসামিদের কান্নার রোল
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিচারক রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আসামিরা কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়টি মানুষের সামনে আনার জন্য সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ।
এ সময় ১৭২ পৃষ্টা রায়ের চুম্বক অংশ পড়েন তিনি।
বিচারক মো. মামুনুর রশিদ বৃহস্পতিবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে রায় পড়া শুরু করেন। এ সময় ১৬ আসামিকে কাঠগড়ায় তোলা হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ফেনী জেলা কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়।
নুসরাত হত্যা মামলায় বাদীপক্ষে ছিলেন বিচারিক আদালতের পাবলিক প্রসিকিউটর হাফেজ আহমেদ, অ্যাডভোকেট আকরামুজ্জামান ও অ্যাডভোকেট. এম শাহ জাহান সাজু।
আসামিপক্ষে ছিলেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ ও এনামুল হক, ফেনী আদালতের সিনিয়র আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু, কামরুল হাসান, নূরুল ইসলাম, ফরিদ উদ্দিন নয়ন ও মাহফুজুল হক, আহসান কবির বেঙ্গল, সিরাজুল হক মিন্টুসহ ২০ আইনজীবী।
আরও পড়ুন
জেবি
মন্তব্য করুন