• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বিদ্যালয়ের মাঠ দখল করে গবাদিপশুর খামার (ভিডিও)

ঝালকাঠি প্রতিনিধি

  ২৪ অক্টোবর ২০১৯, ১৭:৫৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে গবাদিপশুর খামার করা হয়েছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ছয় মাস আগে এই খামার গড়ে তোলেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে দুর্গন্ধে পড়ালেখা বিঘ্নিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন শিক্ষার্থীরা।

৩০০ শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক নিয়ে কার্যক্রম চলছে ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত ঝালকাঠির চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বিএনপির নেতা আবদুল জলিল মিয়াজী ছয় মাস আগে স্কুলের মাঠ অবৈধভাবে দখল করে গরু-ছাগল ও হাঁস-মুরগির খামার করেন। এর আশপাশেই রয়েছে মাদরাসা ও এতিমখানা। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। কিছু শিক্ষার্থী দুর্গন্ধে স্কুলে আসাও বন্ধ করে দিয়েছেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২
---------------------------------------------------------------------

পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয়ে অবহিত করেও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়দের।

খামার মালিক ঢাকায় থাকায় থাকেন বলে তাকে পাওয়া যায়নি। তবে খামার পরিচালনাকারীদের দাবি, এতে বিদ্যালয়ের কোনো সমস্যা হচ্ছে না।

তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার কথা জানান কাঁঠালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা।

বিদ্যালয়ের মাঠ থেকে খামারটি অন্যত্র সরিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয় ভিসিকে জরুরি নির্দেশনা
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
গবিসাসের নেতৃত্বে সানজিদা-ইভা
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২