• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

‘চায়নাম্যান’ বলায় চট্টগ্রামে জাপানি ফুটবলারের লঙ্কাকাণ্ড!

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ অক্টোবর ২০১৯, ১৮:৫০
জাপানি ফুটবলার লাথি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ভারতের চেন্নাই সিটি এফসির খেলায় রেফারি জাপানি প্লেয়ার কাতসুমি ইয়ুসাকে ‘চায়নাম্যন’ বলায় লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন তিনি।

খেলার তখন ২৪ মিনিট। হঠাতই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের দর্শকরা দেখলেন ম্যাচ থেমে গেছে।

শ্রীলঙ্কার রেফারি লাকমল ভিরাক্কোডির দিকে আগ্রাসী ভঙ্গিতে ছুটে গেলেন চেন্নাইয়ের জাপানি মিডফিল্ডার কাতসুমি।

বৃহস্পতিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে এক ফাউলকে কেন্দ্র করে রেফারির সঙ্গে কাতসুমির বাকবিতণ্ডা হয়। এ সময় কাতসুমিকে ‘চায়নাম্যান’ বলে ডাক দেন লঙ্কান রেফারি। তাতেই লঙ্কাকাণ্ড।

মাঠের বাইরে রেফারির টেবিল লাথি মেরে ফেলে দেন কাতসুমি। একপর্যায়ে তেড়ে যান রেফারির দিকেও। থমথমে এ অবস্থায় খেলা বন্ধ থাকে ১২ মিনিট। এই ঘটনাকে কেন্দ্র করে খেলা ছেড়ে উঠে যাওয়ারও সিদ্ধান্ত নেয় চেন্নাই। বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়েছে নেপালি ম্যাচ কমিশনার মহেশ বিস্তাকে। পরে কাতসুমিকে লাল কার্ড দেখিয়ে শুরু হয় খেলা।

উত্তেজনার সময় আরেক অদ্ভূত ঘটনা ঘটিয়েছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন। খেলোয়াড়দের শান্ত করতে মাঠে ঢুকে যান তিনি। ফুটবলের নিয়ম অনুযায়ী কোনও কোচ যেখানে ডাগআউটের নির্ধারিত সীমানার বাইরে যেতে পারেন না, সেখানে অস্কারের মাঠে ঢুকে যাওয়া নিয়ে প্রশ্নের দেখা দিয়েছে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও উত্তেজনা। এবার চেন্নাই ডাগআউটে তেড়ে যান বসুন্ধরা কোচ অস্কার ব্রুজেন। জড়িয়ে পড়েন চেন্নাই কোচ মোহাম্মদ আকবরের সঙ্গে হাতাহাতিতে। ফলে দুই কোচকেই লাল কার্ড দেখান শ্রীলঙ্কান রেফারি লাকমল ভিরাক্কোডি। বিরতির সময় রেফারিদের কঠোর নিরাপত্তায় বাইরে নিয়ে যান পুলিশ সদস্যরা।

জেবি/ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামজার মতো আরও প্রবাসী ফুটবলারের খোঁজে বাফুফে
চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপে
ঘুষ কেলেঙ্কারিতে চীনের ফুটবলারের ২০ বছর কারাদণ্ড
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের