পাঁচ দিন পর বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ পাঁচ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের খোচাবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত শ্রীকান্ত রায় (৩২) এর লাশ বিজিবির কাছে হস্তান্তর করে।
হরিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে নিহত শ্রীকান্তর লাশ ফেরত আনা হয়েছে। লাশ ফেরতের সময় হরিপুর থানার ওসি (তদন্ত) মো. আব্দুস সবুর ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : ‘চায়নাম্যান’ বলায় চট্টগ্রামে জাপানি ফুটবলারের লঙ্কাকাণ্ড!
---------------------------------------------------------------------
উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাতে শ্রীকান্ত রায় অবৈধভাবে কান্দাল সীমান্তের ৩৫৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় ১৪৬ বিএসএফ ব্যাটেলিয়নের খোচাবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি নিহত হন। শ্রীকান্ত হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলোরামের পুত্র।
এমকে
মন্তব্য করুন
ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা

একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার জান্নাতুলের, এলাকায় চাঞ্চল্য

আইনজীবী হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

আইনজীবী সাইফুল হত্যা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
