• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কয়েলের আগুনে পুড়ে ছাই গরু-ছাগল

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া, আরটিভি অনলাইন

  ২৬ অক্টোবর ২০১৯, ১৫:০১
আগুন গরু ছাই
আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া গরিব কৃষক মুন্নাফের গোয়াল ঘর

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মশার কয়েল থেকে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগেছে। এতে গোয়াল ঘরে থাকা

একটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। গোয়াল ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া নক্সাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের ছুরত আলী বিশ্বাসের ছেলে মুন্নাফ বিশ্বাস প্রতি রাতের মতো গোয়াল ঘরে মশার কয়েল জ্বালান।

গভীর রাতে ওই মশার কয়েলের আগুন থেকে প্রথমে গোয়াল ঘরের বেড়ার পাটকাঠিতে আগুন ধরে। আগুন দ্রুত পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় মুন্নাফের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে যোগ দেয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মুন্নাফের একটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

গরিব কৃষক মুন্নাফ আরটিভি অনলাইনকে জানান, তার অন্তত দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

খোকসা ফায়ার সার্ভিসের টিম লিডার ইন্দ্র প্রসাদ আরটিভি অনলাইনকে বলেন, মূলত মুন্নাফের টের পাওয়ার আগেই আগুন পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়াল ঘরটি পুড়ে যায়। আগুন মুন্নাফের রান্না ঘরেরও কিছু অংশ ক্ষতি করেছে।

আরো পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেলের ট্রাকে বিস্ফোরণ, ৮ দোকান পুড়ে ছাই
চলন্ত ট্রেনের বগিতে আগুন, নেভালেন স্থানীয়রা
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, মালিকসহ গ্রেপ্তার ২
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু