কবরস্থানের পাশে মিললো পাকিস্তান যুগের গ্রেনেড ও স্থলমাইন
বগুড়ার আদমদীঘি থেকে পাকিস্তান যুগের ৩টি গ্রেনেড ও ৬টি স্থলমাইন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামপুর গ্রামে একটি কবরস্থানের পাশ থেকে গ্রেনেড ও স্থলমাইনগুলো উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, শনিবার বিকেলে রামপুর গ্রামের কবরস্থানের পাশে শিশুরা খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা সেখানে মাটি খুড়তে গেলে ধাতব কিছু বস্তু পায় তারা। শিশুরা সেগুলো নিয়ে খেলা করার সময় স্থানীয়রা বোমা সাদৃশ্য বস্তুগুলো দেখে পুলিশে খবর দেয়। পরে সেগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়।
---------------------------------------------------------------
আরো পড়ুন: মুঠোফোনে নুসরাতের মা ও ভাইকে গালাগাল
---------------------------------------------------------------
ওসি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে ৩টি গ্রেনেড ও ৬টি স্থলমাইন রয়েছে। এগুলোর গায়ে প্রস্তুতের সময়কাল ‘১৯৬৫’ লেখা রয়েছে। মুক্তিযুদ্ধের সময়কালে পাকিস্তানি হানাদার বাহিনী এসব গ্রেনেড ও স্থলমাইনগুলো ফেলে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এসএস
মন্তব্য করুন