• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

স্বাস্থ্য কর্মকর্তার ফ্রিজের ইলিশ গেল জেলখানায়, গুনলেন জরিমানা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৯, ১৯:৩১
ইলিশ মা জরিমানা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রাহমানের সরকারি বাসার ফ্রিজ থেকে উদ্ধারকৃত মা ইলিশ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রাহমানকে সরকারি বাসার ফ্রিজে মা ইলিশ মজুদ করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত ইলিশ মাছ মানিকগঞ্জ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মানিকগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম আরিফুল হক আজ সোমবার বিকেলে এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রাহমান নিষেধাজ্ঞা অমান্য করে তার সরকারি বাসভবনের একটি ফ্রিজে বিপুল পরিমাণ ইলিশ মজুদ করে রেখেছিলেন। গোপন সূত্রে সোমবার দুপুরে এমন অভিযোগ পান জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এরপর জেলা প্রশাসকের নির্দেশে বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ওই বাসায় অভিযান চালান। এ সময় ওই ফ্রিজে এক মণ ইলিশ পাওয়া যায়। তবে অসুস্থতার কারণে তিনি সেখান থেকে চলে যান।

সরেজমিনে দেখা যায়, ইউএনও চলে যাওয়ার পর বেলা আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম আরিফুল হক এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ওই বাসায় যান।

---------------------------------------------------------------
আরো পড়ুন: কবুতর খেয়ে ফেলায় বিড়ালের ফাঁসি, মামলা
---------------------------------------------------------------

স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রাহমান ভ্রাম্যমাণ আদালতের কাছে মা ইলিশ কিনে নিজের সরকারি বাসার ফ্রিজে মজুদ করার দায় স্বীকার করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল হক মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রাহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুল হক বলেন, স্বাস্থ্য কর্মকর্তা জরিমানার অর্থ নগদ পরিশোধ করেছেন। জব্দ করা এক মণ ইলিশ জেলা কারাগারে বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ আরটিভি অনলাইনকে বলেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
অতিরিক্ত যাত্রীবহন, ২ স্পিডবোট চালককে জরিমানা
প্রথম স্ত্রীর মামলায় জরিমানা গুনতে হচ্ছে উদিত নারায়ণকে
অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা