গরিবের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান আটক
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়নের জেলেদের বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মামুন হাওলাদারকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। রোববার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিতরণের প্রথম দিনে ২০ কেজি করে ৬৭৮ জেলে পরিবারকে ১৩ হাজার ৫৬০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ওজনে কম দিয়ে উল্লেখিত জেলেদের মধ্যে চাল বিতরণ করে।
জেলেদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রকল্প কর্মকর্তা তপন কুমার ঘোষ সরেজমিন গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করেন এবং জেলেদের মধ্যে ওজনে চাল কম দেওয়ার অভিযোগে বিকেল চারটার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন হাওলাদারকে আটক করা হয়।
---------------------------------------------------------------
আরো পড়ুন: টাকা লেনদেনের সময় ভূমি কর্মকর্তা হাতেনাতে আটক
---------------------------------------------------------------
গেল ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ শিকার বন্ধের জন্য সরকার অবরোধ ঘোষণা করেন। এ সময়কালে জেলেদের খাদ্য সহায়তার জন্য মহিপুর ইউনিয়নের এক হাজার ২০০ জেলের জন্য ২০ কেজি হারে ২৪ মেট্রিকটন চাল বরাদ্দ হয়।
গেল ২৬ অক্টোবর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মো. মামুন হাওলাদার কলাপাড়া খাদ্য গুদাম থেক বরাদ্দকৃত চাল উত্তোলন করেন।
জেবি/পি
মন্তব্য করুন