• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

অভিযানের সময় নৌ পুলিশের ওপর মাছ শিকারিদের হামলা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

  ৩১ অক্টোবর ২০১৯, ১৮:৫৮
জেলে মাছ পুলিশ হামলা
অভিযানে আটক জেলেরা

মানিকগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌ পুলিশের ওপর হামলা হয়েছে।

বুধবার সকাল সাতটার দিকে শিবালয়ের আলোকদিয়া চর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ বলেন, ভোর ছয়টার দিকে পাটুরিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় অভিযান শুরু করে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে তিনটি নৌকা থেকে সাতজন জেলেকে আটক এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

এক ঘণ্টা অভিযানের পর একটি মাছ ধরার নৌকা আটকের চেষ্টাকালে ওই নৌকার জেলেরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে।

পুলিশ সদস্যরা হামলা উপেক্ষা করে তাদেরকে আটকের চেষ্টা করলে আশেপাশে থাকা আরও কয়েকটি মাছধরার নৌকা এসে পুলিশদের বহনকারী স্পিডবোট ঘিরে ফেলে। নিরাপত্তার কথা ভেবে, পুলিশ সদস্যরা সেখান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হয়।

মো. আব্দুল্লাহ আরেফ বলেন, তিনি খবর পেয়ে দ্রুত আরিচা ঘাট এলাকায় যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই হামলায় কেউ তেমন আঘাত পাননি উল্লেখ করে তিনি বলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে মা ইলিশ রক্ষায় প্রতিদিন নদীতে টহল অব্যাহত রেখেছেন।

হামলা প্রসঙ্গে তিনি বলেন, নৌ পুলিশের জনবল সংকট এবং দ্রুতগামী নৌ-যানসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে জেলেরা এই হামলা করার সাহস পেয়েছে।

তিনি বলেন, আটক জেলেদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চার জেলেকে পাঁচ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না: আসিফ
ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩
ভারত পালানোর সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
উখিয়া সীমান্তে পিস্তল-গুলিসহ যুবক আটক