• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ নভেম্বর ২০১৯, ১৩:৪১
পেঁয়াজ দাম কেজি
ফাইল ছবি

হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম।

গেল দুই দিনের ব্যবধানে কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা। বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন আড়তদাররা।

গেল ২৯ সেপ্টেম্বর থেকে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় পর থেকেই হিলিতে লাগামহীনভাবে বাড়তে থাকে পেঁয়াজের দাম। পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়তে হয় নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষদের। প্রথমদিকে বন্দরের আড়ত ও খুচরা বাজারে প্রতিনিয়তই বাজার মনিটরিং করছেন স্থানীয় প্রশাসন। যার কারণে কিছুটা দাম হাতের নাগালে আসলেও বর্তমানে আবারও হিলিতে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী।

তবে গেল দুই দিন থেকে আবারও কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম। আজ বন্দরের আড়ত ও খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ঢাকা-ময়মনসিংহে রেল যোগাযোগ স্বাভাবিক
---------------------------------------------------------------

পেঁয়াজ কিনতে আসা ক্রেতা ইয়াছির আরাফাত জানান, পেঁয়াজের দাম অনেকটা বেশি। তবে আজকে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। এজন্য আজকে একটু বেশি পেঁয়াজ কিনলাম।

হিলি স্থলবন্দরের বন্দরের আমদানিকারক বাবলুর রহমান জানান, পূর্বের এলসির আটকে যাওয়া পেঁয়াজগুলো বন্দরে প্রবেশ করলে দাম আরও স্বাভাবিক হবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, নিহত ১২
১০ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার
শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম