• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাতিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ চলাচল বন্ধ

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ নভেম্বর ২০১৯, ১২:২৩
জেলে নৌকা হাতিয়া
চার নম্বর সতর্ক সংকেতের কারণে অলস সময় পার করছেন জেলেরা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চার নম্বর সতর্ক সংকেতের আওতায় থাকায় শুক্রবার দুপরের পর থেকে সকল ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে।

এদিকে রাত থেকে হাতিয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ অনেকটা মেঘলা আকার ধারণ করায় দিনের বেলায়ও অন্ধকার নেমে এসেছে। সকল নৌ-যানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের মাধ্যম সি ট্রাকসহ সকল যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। হাতিয়ার নিঝুম দ্বীপসহ বিচ্ছিন্ন চরাঞ্চলে সিগন্যাল পতাকা উত্তোলন ছাড়াও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম জানান দুর্যোগ মোকাবেলায় সকল ইউপি চেয়ারম্যানকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর ৭৫ বছর পরেই বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যাবে মালদ্বীপ! 
বেসামরিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
সরে গেছেন রিকশাচালকেরা, ৪ ঘণ্টা পর ঘুরল রেলের চাকা
সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে উন্মুক্ত ছিল যুদ্ধজাহাজ বানৌজা ‘শহীদ দৌলত’