• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পুকুর থেকে উলঙ্গ অবস্থায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ নভেম্বর ২০১৯, ১২:৪৮
ধর্ষণ হত্যা স্কুলছাত্রী
ফাইল ছবি

বরগুনার বেতাগী উপজেলার পরিত্যক্ত পুকুর থেকে উলঙ্গ অবস্থায় তামিমা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: হাতিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ চলাচল বন্ধ
---------------------------------------------------------------

তামিমা আক্তার ওই গ্রামের শহিদুল ইসলাম হাওলাদারের মেয়ে এবং মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ধর্ষণের পর হত্যা করে তার লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে স্কুলে যান তামিমা। বিকেল নাগাত বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজন তাকে খুঁজতে শুরু করে। পরে

সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দা হাজী ওসমান গণির পরিত্যক্ত পুকুরে তামিমার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বেতাগী থানা পুলিশ রাত সাতটার দিকে তার লাশ উদ্ধার করে।

তামিমার শরীরে কামিজ থাকলেও সালোয়ার ছিলো না। স্কুল ব্যাগ, মাথার স্কার্ফ, জুতা, কাগজে মোড়ানো আচার ভিন্ন ভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।

মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে পরিত্যক্ত পুকুরে ফেলা দেওয়া হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া আরটিভি অনলাইনকে জানান, তামিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সখীপুরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ মিলল লেবু বাগানে
জঙ্গলে পোড়ানো নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ১০ দিন পর বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার
ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে