ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক যুবক

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯ , ০৪:০০ পিএম


loading/img
ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক মিন্টু

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মিন্টু নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে মুসলিমপাড়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত মো. মিন্টু ঢাকার মিরপুরের মো. শাহজানের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার ঢাকার মিরপুর থেকে মাটিরাঙ্গা সদরের মুসলিমপাড়া গ্রামের জহিরুল হকের সঙ্গে খাগড়াছড়িতে ঘুরতে আসে মিন্টু। সকালে জহিরুল হকের বাড়ির আঙ্গিনায় প্রতিবেশীদের কয়েকজন শিশু খেলাধুলা করার সময় এক শিশুকে টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে মিন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূইয়া আরটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। সেটি মামলা আকারে গ্রহণের প্রস্তুতি চলছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |