• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ট্রেনের ধাক্কায় পুলিশের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৯, ২০:৫২
ট্রেনের ধাক্কায় রাণীনগর থানার এসআই আক্তারের মৃত্যু
ট্রেনের ধাক্কায় রাণীনগর থানার এসআই আক্তারের মৃত্যু

ট্রেনের ধাক্কায় নওগাঁর রাণীনগর থানার এসআই আক্তারুজ্জামান আক্তার (৪৮) এর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর অনুমানিক সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাণীনগর রেলওয়ে স্টেশনের উত্তরে দিকে খুলনাগামী রূপসা আন্তঃনগর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হলে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয় আক্তারকে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এসআই আক্তারুজ্জামান আক্তার সিরাজগঞ্জ জেলার সাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে রাণীনগর থানায় কর্মরত আছেন।

রাণীনগর থানা পুলিশ জানায়, এদিন দুপুর সোয়া ১২টার দিকে এসআই আক্তারুজ্জামান আক্তার স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের উপর দিয়ে মোবাইল ফোন কানে ধরে হাটছিলেন। এসময় খুলনাগামী রূপসা আন্তঃনগর ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পরে গুরুত্বর আহত হন।

রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক রাণীনগর থানার এসআই আক্তারুজ্জামান আক্তারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা, কাউন্সিলর গ্রেপ্তার
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, ৯ বগি লাইনচ্যুত
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির