• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মন্দিরের তালা ভেঙে প্রতিমার মাথা কেটে নিয়েছে দুর্বৃত্তরা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৯, ১৬:৫৭
মূর্তি ভাংচুর প্রতিমা
মাথা কেটে নিয়ে যাওয়া কালী প্রতিমা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি কালী মন্দিরের তালা ভেঙে পাঁচটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এর মধ্যে তিনটি প্রতিমার মাথা কেটে ফেলে রেখে যায় এবং দুটি মাথা নিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার ভোর রাতে উপজেলার সিলিমপুর উত্তর সেনবাড়ী সর্বজনীন কালীমন্দিরে এ ঘটনা ঘটে।

ওই মন্দির কমিটির সভাপতি প্রতীশ চন্দ্র সেন আরটিভি অনলাইনকে বলেন, ভোরে ঘুম থেকে ওঠে মন্দিরের সামনে এসে দেখি কে বা কারা মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলোর মাথা কেটে ফেলেছে। এর মধ্যে তিনটির মাথা ফেলে রেখে যায় এবং দুটি মাথা নিয়ে যায়।

তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা আরটিভি অনলাইন বলেন, একটি সুরক্ষিত মন্দিরের তালা ভেঙে কে বা কারা রাতের আঁধারে মূর্তিগুলোর ক্ষতি করেছে। পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করছি যেন পরবর্তীতে এ রকম ঘটনা না ঘটে।

এ প্রসঙ্গে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাসান আল মামুন আরটিভি অনলাইনকে বলেন, মন্দিরের তালা ভেঙে ভেতরে থাকা মূর্তিগুলোর মাথা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁতার ফেডারেশনে ভাংচুর, বিসিবিকে ক্রীড়া পরিষদের চিঠি
ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত
‘মানুষের জন্য কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে’
রাষ্ট্রদূতদের নিয়ে নেতিবাচক প্রচারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: পররাষ্ট্র মন্ত্রণালয়