• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

প্রায় ১৫ টন পচে যাওয়া পেঁয়াজ ফেলে দেয়া হলো ভাগাড়ে

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৬ নভেম্বর ২০১৯, ১৩:১৩
প্রায় ১৫ টন পচে যাওয়া পেঁয়াজ ফেলে দেয়া হলো ভাগাড়ে
প্রায় ১৫ টন পচে যাওয়া পেঁয়াজ ফেলে দেয়া হলো ভাগাড়ে ।। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে প্রায় ১৫ টন পচা পেঁয়াজ ফেলে দেয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের মসলা মার্কেট হিসেবে খ্যাত হামিদুল্লাহ মার্কেট, চাঁন মিয়া বাজার এবং মধ্যম চাক্তাই এলাকায় এসব পচা পেঁয়াজ ফেলে যায় আড়তদাররা।

তবে আড়তদাররা বলছেন, ফেলে দেয়া পচা পেঁয়াজ মিয়ানমার থেকে আনা। পরিবহনের সময় এগুলো নষ্ট হয়ে গিয়েছিল।

পেঁয়াজ ফেলে দেয়ার বিষয়ে হামিদুল্লাহ মার্কেট কাঁচামাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, এসব খারাপ পেঁয়াজ মিয়ানমার থেকে আসছে। প্রতি ট্রাকে ৫-৭ বস্তা পচা থাকে। দুই দিন আগে দুই ট্রাক পচা পেঁয়াজ আসছে। এগুলোর মধ্যে কিছু বিক্রি করা গছে আর বাকিগুলো ফেলে দেয়া হয়েছে।

৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক আহমদ ছফা জানান, ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে খবর পেয়ে পচা পেঁয়াজগুলো আরেফিন নগর নিয়ে ফেলে হয়। সেগুলো ১৫-১৬টন হবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম
সবজিতে স্বস্তি, পেঁয়াজ-মুরগির বাজারে অস্থিরতা
হিলিতে কমেছে আদা-পেঁয়াজ ও আলুর দাম
হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম