• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

অবতরণের সময় চাকা ফাটলো নভোএয়ারের, দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ৩৩ যাত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ১৭ নভেম্বর ২০১৯, ১৬:০৯
অবতরণের সময় চাকা ফাটলো নভোএয়ারের, দুর্ঘটনার হাত থেকে বাঁচলো ৩৩ যাত্রী
অবতরণের সময় চাকা ফাটলো নভোএয়ারের, দুর্ঘটনার হাত থেকে বাঁচলো ৩৩ যাত্রী

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি বিমান অবতরণের সময় চাকা ফেটে গেছে। এসময় বিমানে থাকা ৩৩ যাত্রী অল্পের জন্য রক্ষা পান।

আজ রোববার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করার পর পরই পেছনের বাম দিকে একটি চাকা ফেটে যায়। দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে নভোএয়ারের ফ্লাইটটি। তবে শেষ পর্যন্ত নিরাপদে উড়োজাহাজ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। পরে নিরাপদে যাত্রীদের নামিয়ে আনা হয়।

শাহমখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নভোএয়ারের আরেকটি উড়োজাহাজ গিয়ে চাকা দিয়ে আসে এবং ঢাকার যাত্রীদের নিয়ে যায়।

নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেসবাহুল ইসলাম জানান, ওই উড়োজাহাজে করে রাজশাহী থেকে ৫৫ জন যাত্রী ঢাকা আসার অপেক্ষায় ছিলেন। ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠিয়ে তাদের নিয়ে আসার ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়