• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

লাশ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা ও মেয়ে

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১১:২৫
মা মেয়ে নিহত
ফাইল ছবি

নওগাঁয় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার সকালে শহরের ডাক্তারের মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ধুপাইপুর গ্রামের শহীদ মিয়ার স্ত্রী আদরী বেগম (২৫) ও তার মেয়ে সম্পা (৬)। এ ঘটনায় আহত আদরীর বাবা ও অন্য মেয়েকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সকালে আদরী ও তার মেয়ে মারা যাওয়া এক আত্মীয়কে দেখতে নওগাঁ-ধামইরহাট সড়কের পাশে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন।

এ সময় নওগাঁ থেকে ধামইরহাটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রিবাহী একটি মাইক্রোকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মা ও মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্ৰিসে ঢাকাবাসীর উদ্যোগে ইংরেজি নববর্ষ উদযাপন
কারা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ
রাজবাড়ীতে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত
লরিচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর