• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এক কক্ষে মায়ের লাশ আরেক কক্ষে ছেলের

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১১:৪৪
মরদেহ মা ছেলে
মা-ছেলের লাশ উদ্ধার করতে নিহতদের বাড়িতে দৌলতপুর থানা পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মা ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজ (৯)।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মা ও ছেলেকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, সকাল ১০টার দিকে ছানোয়ারা খাতুন ও তার ছেলে রাজের মরদেহ আলাদা আলাদা ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, ধারণা করা হচ্ছে রোববার দিনগত রাতে কে বা কারা মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর দুই কক্ষে রেখে যায়। মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ছানোয়ারা খাতুন পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ
রিয়াল মাদ্রিদের হয়ে ভিনির সেঞ্চুরি, তিন গোলের অপেক্ষা
শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই জব্দ, আটক ১
মৃত্যুর সঙ্গে লড়ছেন শাহরুখের ‘ডানকি’ সিনেমার অভিনেতা