• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নুডুলস খাওয়া নিয়ে সহকর্মীর ছুরিকাঘাতে চীনা শ্রমিক খুন

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১৩:৩৯
নিহত চীনা কর্মী নিহত
ফাইল ছবি

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিজ দেশের সহকর্মীর ছুরিকাঘাতে ফিং লিউ জুন (৩৬) নামে এক চীনা শ্রমিক খুন হয়েছেন।

গেল শনিবার রাতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডাইনিংয়ের ভেতরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ঘাতক সং জিয়াং নামে আরেক চীনা শ্রমিককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডায়নিংয়ে বসে লুডুলস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই চীনা শ্রমিক ফিং লিউ জুন ও সং জিয়াং এর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উত্তেজিত চীনা শ্রমিক সং জিয়াং ধারালো ছুরি দিয়ে আঘাত করে সহকর্মী আরেক চীনা শ্রমিক ফিং লিউ জুনকে। পরে রাত পৌনে ১০টার দিকে আহত শ্রমিক ফিং লিউ জুনকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আজ রোববার বেলা ১২টার দিকে ঘাতক সং জিয়াংকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, লুডুলস খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। ঘাতক সং জিয়াংকে আজ দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশ মাউশির
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
তুরস্কের গোলাবারুদ তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
আড়াইহাজারে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত