• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

লবণের দাম বেশি রাখায় আট লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ০৯:৪৪
অভিযান জরিমানা লবণ
বেশি দামে লবণ বিক্রির অভিযোগ পেয়ে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত

প্রচুর পরিমাণে সরবরাহ থাকার পরেও গুজব ছড়িয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে আট লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক ব্যবসায়ীকে সাত দিনের জেল দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা শহরের রাজগঞ্জ, চকবাজার, রাণীবাজার ও নিউমার্কেটসহ ১৭ উপজেলায় একযোগে এ অভিযান চালানো হয়। এ সময় ৪০ দোকানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিন্টু ব্যাপারী বলেন, বেশি দামে লবণ ও পেঁয়াজসহ খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে জেলাব্যাপী অভিযান চালানো হয়। ১৭ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৬ সহকারী কর্মকর্তা (ভূমি) এবং আট নির্বাহী ম্যাজিস্ট্রেটের ৪১টি দল অভিযান চালায়। এ সময় ৪০টি মামলায় আট লাখ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে চৌদ্দগ্রামে একজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে লবণ নিয়ে সৃষ্ট গুজব মোকাবিলায় সন্ধ্যায় জেলা প্রশাসনে এক জরুরি বৈঠক হয়। এ সময় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, সম্প্রতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যে দেশে লবণের ১৬ দশমিক ০৫ লাখ মেট্রিক টন চাহিদা থাকলেও এবার উৎপাদন হয়েছে ১৮ দশমিক ২০ লাখ মেট্রিক টন।

আরো পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
নোয়াখালীতে ছাত্র-জনতার ওপর হামলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার
তিন শতাধিক কমিটির সভাপতি প্রত্যেক জেলা প্রশাসক!
ব্র্যাক ব্যাংকে ৪ জেলায় নিয়োগ