• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

গুজব ছড়িয়ে ৩০ টাকার লবণ ৬০ টাকা

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১০:৫৪
লবণ দোকানি কেজি
ছবি: সংগৃহীত

লবণ নিয়ে গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

লবণের কেজি দুইশ’ টাকা হবে এমন গুজব হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে রাজশাহীর বিভিন্ন বাজারে।

মুহূর্তের মধ্যে ২০ টাকা কেজির লবণ ৩০-৪০ টাকা, ৩০ টাকা কেজির লবণ ৫০-৬০ টাকায় বিক্রি শুরু করে ব্যবসায়ীরা।

এ গুজবে কান দিয়ে রাজশাহীর বাজারে শুরু হয়েছে লবণ কেনার ধুম।

বাজারের টান দেখে দোকান মালিকরা লবণ গুদামে মজুত করতে শুরু করেছেন। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে আটক করেছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: লবণের দাম বেশি রাখায় আট লাখ টাকা জরিমানা
---------------------------------------------------------------

রাজশাহীর বাজারে প্যাকেটজাত প্রতি কেজি লবণের দাম ৩০ টাকা। ক্রেতার ভিড় দেখে কোনও কোনও দোকানি কেজিতে ১০ টাকা করে বেশি নেওয়া শুরু করেছেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে আটক করেছেন। আটক দুই ব্যবসায়ীর নাম মানিক ও আজমল হোসেন।

ম্যাজিস্ট্রেট বলেন, বাজারে লবণের কোনও সংকট নেই। এটা এক ধরণের গুজব। সাধারণ মানুষ ভুল বুঝে প্রয়োজনের তুলনায় বেশি করে লবণ কিনছেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত লবণ না কেনার পরামর্শ দেন। কোথাও দাম বেশি চাইলে প্রশাসনকে জানাতে বলেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ৫০ হাজার টাকায় বিক্রি
লবণ পানিতে গোসলের যত উপকারিতা
মাছ বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ
অস্তিত্ব না থাকলেও সার্টিফিকেট বিক্রি, ভুয়া বিশ্ববিদ্যালয় নিয়ে সতর্কতা