ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পরিবহন ধর্মঘটে অচল ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

বুধবার, ২০ নভেম্বর ২০১৯ , ০২:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সাতক্ষীরায় তৃতীয় দিনের  মতো ধর্মঘট পালন করছে শ্রমিকরা।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল থেকে কোনও বাস ছেড়ে যায়নি।

বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচলও। তবে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও বিআরটিসি বাস চলাচল করতে দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। ইজিবাইক, মাহেন্দ্র, ইঞ্জিনভ্যানসহ বিভিন্ন যানবাহনে তারা যাতায়াত করছেন।

বিজ্ঞাপন

এদিকে, ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। এর ফলে বিপাকে পড়েছেন ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীরা।  ট্রাক না পাওয়ায় তাদের দ্বিগুণ খরচে পণ্য পরিবহন করতে হচ্ছে। তবে আমদানি-রপ্তানিতে গতকাল পর্যন্ত তেমন কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের কর্মকর্তারা। তবে, জেলার অন্যান্য জায়গায় সীমিত সংখ্যক ট্রাক চলছে বলে জানা গেছে।

ভোমরা স্থলবন্দরের আমদানিকারক আব্দুল গফুর আরটিভি অনলাইনকে জানান, ধর্মঘটের কারণে তারা  পণ্য পাঠাতে পারছেন না। গতকাল পর্যন্ত পচনশীল পণ্য পাঠাতে তাদের দ্বিগুণ খরচ হয়েছে। আজ থেকে পণ্য পাঠাতে শঙ্কায় রয়েছেন তারা।

অপরদিকে, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন জানান, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন ট্রাক ধর্মঘটের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে নতুন সড়ক পরিবহন আইনের ভয়ে অনেকে ট্রাক চালাচ্ছেন না।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |