• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

গরুর চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে ভাইকে হত্যা

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ নভেম্বর ২০১৯, ১২:০৯
নিহত যুবক হত্যা
ফাইল ছবি

বগুড়ার ধুনট উপজেলায় এক প্রাণী চিকিৎসককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দুয়ার পাড়াগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পল্লী চিকিৎসকের নাম আব্দুস সবুর (৩৭)। তিনি

ওই গ্রামের মৃত রহীম বক্সের ছেলে।

জানা গেছে, ৩৬ শতাংশ জমি নিয়ে সবুরের সঙ্গে তার চাচাতো ভাই শফিকুল ও তার পরিবারের সঙ্গে অনেকদিন ধরেই বিরোধ চলছিল। এ নিয়ে গ্রামে একাধিক শালিস ছাড়াও থানায় অভিযোগ করা হয়। কয়েকদিন আগে বিরোধপূর্ণ জায়গা থেকে গাছ কাটা নিয়ে সবুবের সঙ্গে তার চাচাতো ভাইদের ঝগড়া হয়।

গতকাল বুধবার দুপুরে গরুর চিকিৎসার কথা বলে সবুরকে মোবাইল ফোনে ডেকে নেয় এক ব্যক্তি। এরপর ঘটনাস্থলে তাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে শফিকুল ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই প্রতিপক্ষের লোকজন বাড়ি-ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক
গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গরু ধরে নিলে গেল বিজিবি, প্রতিবাদে বিক্ষোভ
এলাকা ছেড়েছেন হেনস্তার শিকার সেই মুক্তিযোদ্ধা, যা বলছে জামায়াত