• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নড়াইলে নারীসহ ছয় জামায়াত কর্মী আটক

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ নভেম্বর ২০১৯, ১৬:২২
আটক জামায়াত কর্মী
ফাইল ছবি

নড়াইল সদর উপজেলা থেকে নারীসহ ছয় জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার উপজেলার তুলারামপুর ইউনিয়নের রাজধানী পাড়ার জাহিদুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ফিরোজা বেগম, শহিদুল ইসলাম, আব্দুর রউফ মোল্যা, আলমগীর হোসেন, সোহাগ হোসেন ভূঁইয়া ও আব্দুস সোবহান মোল্যা।

পুলিশের দাবি তাদের কাছ থেকে জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী পাড়ার জাহিদুর রহমানের বাড়িতে সংঘবদ্ধ হয় জামাতের কয়েকজন কর্মী। গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ফিরোজা বেগম, শহিদুল ইসলাম, আব্দুর রউফ মোল্যাকে আটক করে। এরপর একই এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন, সোহাগ হোসেন ভূঁইয়া ও আব্দুস সোবহান মোল্যাকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন পিপিএম ছয় জামায়াতের কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ট্রাকভর্তি বিনামূল্যের বই জব্দ, আটক ২
কুড়িগ্রামে ২৪ জানুয়ারি জামায়াতের কর্মী সম্মেলন
বিএনপি-জামায়াতপন্থী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮