• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এবার শ্রীমঙ্গলে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ নভেম্বর ২০১৯, ১৬:৫৪
আগুন অগ্নিকাণ্ড মৌলভীবাজার
ছবি: সংগৃহীত

এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অবশ্য এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনটির চালক।

শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ‘২০১৫ এমইজি-১১ বিআর’ মালবাহী ট্রেনের ইঞ্জিনে।

জানা যায়, স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে হইচই শুরু করে লোকজন। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক হোসেন শহীদ।

ইঞ্জিনের আশপাশে ময়লা জমায় কার্বন গলে এতে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ট্রেনটির চালক হোসেন শহীদ।

তিনি বলেন, ২০১৫ এমইজি-১১ বিআর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটি মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন। সময়মতো যদি এই আগুন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারত।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে আগুনে পুড়ল ৪ দোকান
নোয়াখালীতে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ১১ দোকান
ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, নিহত ১২
পান্থপথে বহুতল ভবনে আগুন