• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

চবি ছাত্রীকে বাসে যৌন হয়রানি, আটক ৩

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০১ ডিসেম্বর ২০১৯, ১১:৫১
চবি ছাত্রীকে বাসে যৌন হয়রানি, আটক ৩
চবি ছাত্রীকে বাসে যৌন হয়রানি, আটক ৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে যৌন হয়রানির ঘটনায় নগরীর বাহির সিগন্যাল ও বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ নন এসি বাসচালক এহসান করিম (৩২), হেলপার ভুট্টো (৩০) ও বাসের সুপারভাইজার আলী আব্বাস (৩০)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলায় ।

গেল বুধবার পটিয়ায় বোনের বাসা থেকে নগরীতে ফেরার পথে বহদ্দারহাট এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসে যৌন হয়রানির শিকার হন ওই শিক্ষার্থী। যাত্রীরা সবাই নেমে পড়লেও ২ নম্বর গেটের গন্তব্যে নামিয়ে দেয়ার কথা বলে ওই বাসের চালকের সহকারী বাসটির দরজা আটকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওই শিক্ষার্থী। এক পর্যায়ে ছাত্রীটির চিৎকার ও বাধার মুখে তাকে চলন্ত বাস থেকে নামিয়ে দেয়া হয় বলে জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় মাদকসহ কারবারি আটক
বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩ 
জাবিতে নেপালি শিক্ষার্থী আটক