• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

নোয়াখালীতে শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৯
নোয়াখালীতে শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নোয়াখালীর সেনবাগে শরিফুল ইসলাম নামের তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মো. শহিদ উল্যাহর ছেলে। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত শরিফুলের পরিবারের সদস্যরা জানান, গত মাসের ৬ তারিখ বুধবার বিকেলে বাড়ির পাশের চাচি রোমেনা আক্তারের বাবার বাদি একই ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর খালাসি বাড়িতে বেড়াতে যায়। এরপর সেখানে তাকে শোভার ঘরের খাটের মশারির স্ট্যান্ডের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে পরিবারের দাবি শরিফকে জোরপূর্বক গাছে উঠিয়ে দেওয়া হয়। পরে সে গাছ থেকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে। কিন্তু রোমেনা আক্তারের পরিবার তার (শরিফুল) চিকিৎসা না করে বাড়িতে ফেলে রাখে। পরে শরিফের অবস্থার অবনতি হলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপরে তাকে ঘরের খাটের স্ট্যান্ডের সঙ্গে ঝুলিয়ে রাখে রোমেনার পরিবার। তারা এটিকে আত্মহত্যা বলে প্রচার করে। পরে খবর পেয়ে শরিফের পরিবার ঘটনাস্থলে আসে। তারা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করেন।

এদিকে অভিযুক্ত রোমেনা আক্তার জানান সে (শরিফুল) আত্মহত্যা করেছে। অন্যদিকে বেগমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল শাহজাহান শেখ বলেন, পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসে তদন্ত শেষ করতে নির্দেশ
জুলাই গণহত্যা: আবদুল্লাহ আল-মামুন ও জিয়াউল আহসান ট্রাইব্যুনালে
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
দুই শিক্ষার্থী হত্যা, জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম