মাদারীপুরের কালকিনি উপজেলায় পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, অর্ঘ রায় (৩) ও প্রার্ঘ রায় (৩)।
নিহত দুই ভাই কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রামের অনিমেষ রায়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির উঠোনে খেলা করছিল দুই ভাই। এ সময় বাড়ির সামনের পুকুরে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর তাদেরকে বাড়িতে না দেখতে পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদেরকে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরে দুই ভাইকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ডাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি