বড়াইগ্রামে জোড়ালাগা যমজ শিশুর জন্ম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার আটুয়া গ্রামে জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন আদরী বেগম (৩২) নামের এক গৃহবধূ।
গতকাল সোমবার সকাল নয়টার দিকে ওই গৃহবধূর নিজ বাড়িতে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে এই যমজ শিশুর জন্ম হয়।
গৃহবধূ আদরী বেগম আটুয়া গ্রামের দরিদ্র ভ্যানচালক তাজেল হোসেনের স্ত্রী।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শিশু দুটিকে একনজর দেখার জন্য তার বাড়িতে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে এসে ভিড় জমায়।
সরজমিনে গিয়ে দেখা যায়, ফুটফুটে জোড়ালাগা যমজ সন্তান। পাশে শুয়ে কাতরাচ্ছেন অসুস্থ মা আদরী বেগম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আদরী বেগমের ১৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সংসারের অভাব-অনটনের কারণে স্বামী তাজেল হোসেন দীর্ঘদিন ধরে ঢাকা শহরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেন জানান, তাদের সংসার জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। একটি ছেলের আশায় আবারও সন্তান নেয়। কিন্তু এ গরিবের ঘরে জন্ম নেয় জোড়া লাগানো দুই কন্যা সন্তান।
খবর পেয়ে বনপাড়া পৌর সভার মেয়র কে.এম জাকির হোসেন ছুটে যান আদরী বেগমের বাড়িতে।
স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাদেরকে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম জানান, শিশু দুটির দেহ পেছনের দিক থেকে কোমরের কাছে জোড়া লাগানো। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পৃথক রয়েছে। শিশু দুটি ও তাদের মা সুস্থ নয়। মায়ের জরুরিভাবে রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ বি নেগেটিভ। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।
যমজ শিশু দুটির নাম ঈশা ও তৃষা। তাদের পরিবার চিকিৎসার জন্য সরকার ও সহৃদয়বান ব্যক্তির কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন।
জেবি
মন্তব্য করুন